News:
আগামী ২১ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার সকল শিক্ষার্থীদের টািইফয়েড টিকা প্রদান করার জন্য বলা হল। নির্দেশনাবলী নিম্নরুপ: ১) টিকার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। ২) ঢিলঢালা জামা পরে আসতে হবে। ৩) ভরা পেটে বিদ্যালয়ে আসতে হবে। ৪) টিকা প্রদানের    এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক কর্মচারীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৬ সেপ্টেম্বর হইতে দূর্গাপূজা, লক্ষীপূজা ও ফাতেহা ইয়াজদাহাম উপেলক্ষে ০৭ অক্টোবর পর্য ন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। ০৮ অক্টোবর ২০২৫ ইং বিদ্যালয় যথারীতি চলিবে।   এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে,৩১-১০-২০২৪ রোজ বৃহস্পতিবার কালি পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকিবে ।    এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ০৯-১০-২০২৪ হতে ২০-১০-২০২৪ পযন্ত দুর্গাপুজা উপলক্ষে স্কুল বন্ধ থাকিবে ।    এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও শিক্ষক ও কর্মচারীদের জানানো যাইতেছে যে, ২৬/০৮/২৪ ইং রোজ সোমবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকিবে । প্রধান শিক্ষক   এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৩ -০৬-২৪ ইং তারিখ হইতে ৩০-০৬-২৪ ইং তারিখ পযন্ত ঈদ -উল -আজহা ও গ্রীষ্মকালীন উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকিবে । আগামী ১-০৭-২০২৪ ইং তারিখে রোজ সোমবার সকাল ১০ ঘটিকা পূনরায় বিদ্যালয়   এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, ২৫- ০৩-২৪ থেকে ২৬-০৩-২৪ বিদ্যালয়ে উৎযাপন করতে হবে । আগামী ২৭-০৩-২৪ খ্রিঃ থেকে ১৮-০৪-২৪ খ্রিঃ পযন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে ।    এতদ্বারা অত্র বিদ্যালয়েরর ছাত্র/ ছাত্রীদের জানানো যাইতেছে যে, আগামী ২০/০১/২৪ খ্রিঃ মধ্যে ৬ষ্ঠ হইতে ৯ম শ্রেণীর সকল ভর্তি কার্যক্রম এবং সেশন ফি প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হল। অন্যথায় আর ভর্তি হতে পারবে না । বিদ্যালয় কর্তৃপক্ষ    এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং কর্মচারীদের জানানো যাইতেছে যে, আগামী ২০/১০/২৩ হইতে ২৮/১০/২৩ শনিবার পযন্ত, দূর্গাপুজা, ফাতেহা-ইয়াজদাহম, শ্রীশ্রী লহ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বন্ধ থাকিবে, ২৯/১০/২৩ রবিবার স্কুল যথারীতি চালু থাকিবে ।   ইদ-ই-মিলাদুন্নবী ছুটি সম্পর্কে।এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের জানান যাইতেছে যে,আগামী ২৮/০৯/২৩,বৃহস্পতিবার বন্ধ থাকিবে।০১/১০/২৩,রবিবার স্কুল যথারীতি চলবে।আদেশক্রমে প্রধান শিক্ষক।২৭/০৯/২৩  

Prev Next

Chairman Message


Chairman

Kabi Dilruba Shahadat V I P High School

কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির নাম করণ আমার স্ত্রী কবি দিলরুবা নামে করা হয়েছে ইহা ২০০০ খ্রিঃ হইতে সরকার কতৃক এমপিও ভূক্ত হয়েছে। ১৯৯৫ ‍খ্রিঃ ১০০ ফিট করে ৩টি টিন সেড বিল্ডিং করা আছে। ২০১৯-২০২০ আর্থিক বছরে ৪ তলা বিশিষ্টি সরকারী ভাবে বিল্ডিং করা আছে।

Read More

Head Teacher

Headmaster

Kabi Dilruba Shahadat V I P High School

( প্রধান শিক্ষকের বক্তব্য ) বিদ্যালয়টি ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত । ইহা রংপুর বিভাগের, রংপুর জেলার, রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের সেন্টারহাটে ৪নং খারুয়াবাধা ওয়ার্ডে অবস্থিত । ইহাতে জমির পরিমান ১.৬৩ একর শিক্ষক সংখ্যা বর্তমানে ১৪ জন,

Read More

Welcome To Kabi Dilruba Shahadat V I P High School  


বিদ্যালয়টি ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত । ইহা রংপুর বিভাগের, রংপুর জেলার, রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের সেন্টারহাটে ৪নং খারুয়াবাধা ওয়ার্ডে অবস্থিত । ইহাতে জমির পরিমান ১.৬৩ একর শিক্ষক সংখ্যা বর্তমানে ১৪ জন, পার্ট টাইম শিক্ষক ২ জন, তৃতীয় শ্রেণির ১ জন, ৪র্থ শ্রেণির ৩ জন, সর্বমোট স্টাপ ২০ জন,ছাত্র- ছাত্রী সংখ্যা ৫৪৯ জন । বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার জ্ঞানীগুনি ব্যক্তিগন সর্বদাই সহযোগিতা করে আসছেন তার মধ্যে ৩ জন ব্যক্তির নাম উল্লেখ যোগ্য (১) জনাব মোঃ আতাউর রহমান সরকার, (সমাজসেবক) (২) জনাব মোঃ রশিদ চৌধুরি, (সমাজসেবক) (৩) জনাব মোঃ আকবর আলি, ( সমাজসেবক) এনারা সর্বাত্বক সহযোগিতা করেছেন । যখন সেন্টারহাট উচ্চ বিদ্যালয় নামে স্কুলটি করা সম্ভব হয় নাই তখন রংপুরের সনাম ধন্য এবং ধনাঢ্য ব্যক্তি জনাব আলহাজ্ব মোঃ শাহাদৎ হোসেন ভি,আই,পি সাহেবের সাথে যোগাযোগ করে ১৫,০০০,০০/ ( পনের লক্ষ) টাকা দান করে তার সহধর্মীনি কবি দিলরুবা শাহাদৎ সাহেবাকে প্রতিষ্ঠাতা করে তার নাম অনুসারে বিদ্যালয়টি নাম করন করা হয় - কবি দিলরুবা শাহাদৎ ভি,আই,পি সেন্টারহাট উচ্চ বিদ্যালয় । কবি হিসাবে তার ১১টি কাব্য গ্রন্থ রয়েছে । জনাব আলহাজ্ব মোঃ শাহাদৎ হোমেন ভি,আই,পি সাহেব প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন । তার নামে প্রায় ১০টি প্রতিষ্ঠান রয়েছে । যেমন- ভি,আই,পি উচ্চ বিদ্যালয়, ভি,আই,পি কলেজ, ভি,আই,পি সহকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা, মাদ্রাসা ইত্যাদি । বিদ্যালয়টি ১৯৯৬ জুনিয়র শাখা এবং ১৯৯৮ সালে মাধ্যমিক শাখা স্বীকৃতি লাভ করে । ২০০০ সালে থেকে এস,এস,সি পরীক্ষা দেয়ার অনুমতি লাভ করে । ২০০০ সালে জুনিয়র শাখা এবং ২০০২ সালে মাধ্যমিক শাখা এমপিও ভূক্ত লাভ করে । বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক বিএড প্রশিক্ষন প্রাপ্ত এবং অন্যান্য প্রশিক্ষন সহ সকলেই সিনিয়র শিক্ষক হিসাবে অতি নিষ্ঠার সহিত পাঠদান করছেন । বিদ্যালয়টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও মুক্তিযোদ্ধা কর্ণার, স্কাউট দল, ছাত্র - ছাত্রী সংসদ, কিশোর - কিশোরী ক্লাব, সাংস্কৃতিক দল,সততা সংঘ,বৃক্ষ রোপন,খুদে ডাক্তার হিসাবে বিভিন্ন সামাজিক কার্যকলাপে সাহায্য করে থাকে । প্রতিষ্ঠাতা মহোদয় কতৃকপ্রতি বছর বিদ্যালয়ে ডাক্তার কতৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবাসহ ঔষধ প্রদান করেন । তিনি অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদিকা হিসাবে প্রতি বছর শীতকালে শিক্ষর্থীদের মাঝে শীত বস্ত্র এবং মাঝে গরিব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করেন । বিদ্যালয়টি সাফল্য কামনা করি । ( ভানুদেব বর্মন ) প্রধান শিক্ষক/সম্পাদক, কবি দিলরুবা শাহাদৎ ভি,আই,পি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়, মমিনপুর, রংপুর সদর রংপুর ।



Today's Birth Days

মোছাঃ আরনিকা বেগম


UP