History



বিদ্যালয়টি ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত । ইহা রংপুর বিভাগের, রংপুর জেলার, রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের সেন্টারহাটে ৪নং খারুয়াবাধা ওয়ার্ডে অবস্থিত । ইহাতে জমির পরিমান ১.৬৩ একর শিক্ষক সংখ্যা বর্তমানে ১৪ জন, পার্ট টাইম শিক্ষক ২ জন, তৃতীয় শ্রেণির ১ জন, ৪র্থ শ্রেণির ৩ জন, সর্বমোট স্টাপ ২০ জন,ছাত্র- ছাত্রী সংখ্যা ৫৪৯ জন । বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার জ্ঞানীগুনি ব্যক্তিগন সর্বদাই সহযোগিতা করে আসছেন তার মধ্যে ৩ জন ব্যক্তির নাম উল্লেখ যোগ্য (১) জনাব মোঃ আতাউর রহমান সরকার, (সমাজসেবক) (২) জনাব মোঃ রশিদ চৌধুরি, (সমাজসেবক) (৩) জনাব মোঃ আকবর আলি, ( সমাজসেবক) এনারা সর্বাত্বক সহযোগিতা করেছেন । যখন সেন্টারহাট উচ্চ বিদ্যালয় নামে স্কুলটি করা সম্ভব হয় নাই তখন রংপুরের সনাম ধন্য এবং ধনাঢ্য ব্যক্তি জনাব আলহাজ্ব মোঃ শাহাদৎ হোসেন ভি,আই,পি সাহেবের সাথে যোগাযোগ করে ১৫,০০০,০০/ ( পনের লক্ষ) টাকা দান করে তার সহধর্মীনি কবি দিলরুবা শাহাদৎ সাহেবাকে প্রতিষ্ঠাতা করে তার নাম অনুসারে বিদ্যালয়টি নাম করন করা হয় - কবি দিলরুবা শাহাদৎ ভি,আই,পি সেন্টারহাট উচ্চ বিদ্যালয় । কবি হিসাবে তার ১১টি কাব্য গ্রন্থ রয়েছে । জনাব আলহাজ্ব মোঃ শাহাদৎ হোমেন ভি,আই,পি সাহেব প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন । তার নামে প্রায় ১০টি প্রতিষ্ঠান রয়েছে । যেমন- ভি,আই,পি উচ্চ বিদ্যালয়, ভি,আই,পি কলেজ, ভি,আই,পি সহকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা, মাদ্রাসা ইত্যাদি । বিদ্যালয়টি ১৯৯৬ জুনিয়র শাখা এবং ১৯৯৮ সালে মাধ্যমিক শাখা স্বীকৃতি লাভ করে । ২০০০ সালে থেকে এস,এস,সি পরীক্ষা দেয়ার অনুমতি লাভ করে । ২০০০ সালে জুনিয়র শাখা এবং ২০০২ সালে মাধ্যমিক শাখা এমপিও ভূক্ত লাভ করে । বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক বিএড প্রশিক্ষন প্রাপ্ত এবং অন্যান্য প্রশিক্ষন সহ সকলেই সিনিয়র শিক্ষক হিসাবে অতি নিষ্ঠার সহিত পাঠদান করছেন । বিদ্যালয়টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও মুক্তিযোদ্ধা কর্ণার, স্কাউট দল, ছাত্র - ছাত্রী সংসদ, কিশোর - কিশোরী ক্লাব, সাংস্কৃতিক দল,সততা সংঘ,বৃক্ষ রোপন,খুদে ডাক্তার হিসাবে বিভিন্ন সামাজিক কার্যকলাপে সাহায্য করে থাকে । প্রতিষ্ঠাতা মহোদয় কতৃকপ্রতি বছর বিদ্যালয়ে ডাক্তার কতৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবাসহ ঔষধ প্রদান করেন । তিনি অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদিকা হিসাবে প্রতি বছর শীতকালে শিক্ষর্থীদের মাঝে শীত বস্ত্র এবং মাঝে গরিব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করেন । বিদ্যালয়টি সাফল্য কামনা করি । ( ভানুদেব বর্মন ) প্রধান শিক্ষক/সম্পাদক, কবি দিলরুবা শাহাদৎ ভি,আই,পি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়, মমিনপুর, রংপুর সদর রংপুর ।


UP